ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সীতাকুণ্ডে স্টোন পেপার মিল তৈরিতে জনমত অনুষ্ঠান

সীতাকুণ্ডে স্টোন পেপার মিল তৈরিতে জনমত অনুষ্ঠান

চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুরে গতকাল মঙ্গলবার একটি স্পেশালাইজড পেপার মিলস তৈরির আগে জনমত তৈরির অনুষ্ঠান আয়োজন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সীতাকুণ্ডের মুরাদপুর গুপ্তাখালি এলাকায় পেপার মিল তৈরির নির্দিষ্ট স্থানে তারা বলেছেন চুনাপাথর দিয়ে সম্পূর্ণ অ-বিষাক্ত পেপার তৈরি করা হবে সেখানে। যেটি প্রচলিত কাগজের বিকল্প হিসেবে উৎপাদন করা হবে। তার কারণ হিসেবে তারা জানিয়েছেন বর্তমান বাংলাদেশের পানি নিষ্কাশনের ও কাঁচামালের অভাবে অনেক পেপার মিল বন্ধ হয়ে গেছে। এছাড়া বাঁশ কাঠ দিয়ে পেপার তৈরি করা হলে পরিবেশ হুমকির মধ্যে পড়ে ও কাঁচামাল পাওয়া যায় না। আর স্টোন পেপারের মুখ্য কাঁচামাল লাইমস্টোন বা ক্যালসিয়াম কার্বনেট। এখানে কোনো জীবাশ্ম জ্বালানি পোড়ানো হবে না এবং কোনো কেমিক্যাল ব্যবহার করা হবে না। এটাতে যেহেতু কোনো বর্জ্য হবে না তাই চুনাপাথরের পেপার পরিবেশসম্মত। বক্তারা বলেন, সব কিছু ঠিক থাকলে এটি হবে বাংলাদেশে প্রথম স্টোন বা চুনাপাথর পেপার মিলস্। বর্তমানে এই ধরনের পেপার মিল রয়েছে চীন, জাপান, ইরান, ভারত, তুরস্ক, উত্তর আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্, জার্মানি ইংল্যান্ডসহ চল্লিশটি দেশে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো ফেরদৌস আনোয়ার, পরিদর্শক মো. আশরাফ উদ্দিন, ঢাকা ইডেন কলেজের সহকারী অধ্যাপক মো. নুরএ আলম সিদ্দিক, প্রতিষ্ঠানটির টেকনিক্যাল ডাইরেক্টর প্রকৌশলী অরবিন্দ মিত্র, মুরাদপুর ইউনিয়ন চেয়ারম্যান এসএম রেজাউল করিম বাহার এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা সবার সামনে এলাকার কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণের মতামত নিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত