ধামরাইয়ে একটি ফার্মে ৩০ মিনিটে ১১টি গরুর মৃত্যু

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শওকত হোসেন সৈকত, ধামরাই

ঢাকার ধামরাইয়ে একটি ফার্মে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে ১১ গাভী ও ষাঁড় গরু মারা গেছে। গতকাল সকাল ৮টার সময় ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া কাজীপাড়া এলাকার বালিয়া ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে। সরেজমিন গেলে ফার্মের তত্ত্বাবধায়ক আব্দুস সাত্তার (৩০) জানায়, আমি প্রতিদিনের মতো সকালে খামার পরিষ্কার করে সবক’টি গরুকে দানাদার খাবার দিয়ে আমার বাড়িতে ভাত খাওয়ার জন্য যাই, ‘আমি মাত্র একলোকমা ভাত মুখে দিছি এমন সময় খালা গেছে, গিয়ে চিৎকার দিয়ে বলে গরু মইরা গেছে সাথে সাথে দৌড়ে আসি, আইসা দেখি গরুগুলো মাটিতে পড়ে কাঁপতে কাঁপতে মারা যাচ্ছে। মাসুদুর রহমান নামে এক প্রত্যক্ষদর্শী জানায় সকাল ৭.৩০ মিনিটে খাবার খাওয়ার পর সকাল ৮টার সময় থেকে ৩০-৪০ মিনিটের মধ্যে গরুগুলো মারা গেলো এমন করুণ ঘটনা আমার জীবনেও দেখিনি।’ ফার্মের মালিক আসাদুর রহমান খাঁন জানান আমি ঢাকায় থেকে চাকরি করি, ফার্মে দুইজন লোক রাখা আছে গরু পালার জন্য, আমি সখ করে গরু পালি, খামারে গরু ছিল ১৬টি তার মধ্যে ১১টি গরু মারা গেলো, তার মধ্যে ৬টি বড় দুধাল গাভী ২টা বকনা বাছুর, ৩টি বড় ষাঁড়, সকাল ৭.৩০ মিনিটে খাবার খাওয়ার পর থেকে ৩০-৪০ মিনিটের মধ্যে গরুগুলো মাটিতে পড়ে কাঁপতে কাঁপতে মরে গেল, সুস্থ আছে ৫টি, গরুগুলো দেখার জন্য খামারে সিসি ক্যামেরা লাগানো আছে তবে খাবারের ঘরে কোনো সিসি ক্যামেরা না থাকায় কোনো কিছু বুঝে উঠতে পারছি না, এ ঘটনায় আমার প্রায় ২৫ লাখ টাকার মতো ক্ষতি সাধিত হয়েছে। তবে এ বিষয়ে আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেছে মরা গরু পোস্টমর্টেম রিপোর্টের জন্য ল্যাবে পাঠাবে, তবে এ রিপোর্ট আসার পর ব্যবস্থা গ্রহণ করা যাবে। প্রাণিসম্পদ কর্মকর্তা সেলিম জাহান বলেন আমি বিষয়টি শুনেছি আমি এ ঘটনায় মানসিকভাবে মর্মাহত, আমাদের লোক গেছিল বিভিন্ন খাবারের স্যাম্পল আনা হয়েছে এবং মরা গরুর পোস্টমর্টেম (ভিসেরা) রিপোর্ট আসলে বলা যাবে কি হয়েছিল।