ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে নারী নির্যাতন নিরসনে শীর্ষক সংলাপ

নাটোরে নারী নির্যাতন নিরসনে শীর্ষক সংলাপ

নাটোরে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্প নারী নির্যাতন, যৌন হয়রানি ও বাল্যবিয়ে নিরসনে করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে নাটোর সরকারি গণগ্রন্থাগার এ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপের মূল প্রবন্ধন পাঠ করেন প্রোগ্রাম কোর্ডিনেটর মো. এনামুল হক খান লিটন। সংলাপে বক্তরা বলেন, নারী নির্যাতন মূল কারণই হচ্ছে মাদকাসক্ত ব্যক্তি। একজন মাদকাসক্ত ব্যক্তির মাধ্যমেই নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা হয়ে থাকে। এজন্য আমাদের পরিবার, সমাজ মাদকাসক্ত নির্মৃল করতে হবে। নারী নির্যাতন ও যৌন হয়রানি বন্ধে প্রশাসনের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই নারী নির্যাতন ও যৌন হায়রানি অনেক অংশে কমে আসবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত