ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রশিক্ষণের মাধ্যমে গড়ে উঠবে আত্মনির্ভরশীল জাতি

কুতুবদিয়ায় গ্রামভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণ

কুতুবদিয়ায় গ্রামভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণ

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ৩২ নারী-পুরুষ নিয়ে ১০ দিনব্যাপী চলছে গ্রামভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণ। উপজেলা ও থানা পর্যায়ের যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা বাংলাদেশের ন্যায় কুতুবদিয়া উপজেলাতেও এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কুতুবদিয়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অধীনে উপজেলার ১ নম্বর উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদ ভবনে চলছে এ প্রশিক্ষণ কর্মশালা। গত ২০ আগষ্ট শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এ সময় তিনি উপস্থিত প্রশিক্ষণার্থীদের নিয়ে কৃষি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে বাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান তৈরির পরামর্শ দেন। এছাড়া কৃষি জমির সুব্যবহার নিশ্চিত করার পাশাপাশি একখন্ড জমিও যাতে পরিত্যাক্ত অবস্থায় পড়ে না থাকে সে ব্যাপারে খেয়াল রাখার জন্য সকল প্রশিক্ষণার্থীদের প্রতিজ্ঞাবদ্ধ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত