ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ধামরাইয়ে শোকসভায় সংঘর্ষে আহত পাঁচ

ধামরাইয়ে শোকসভায় সংঘর্ষে আহত পাঁচ

ধামরাইয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে খিচুড়ি বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন গুরুত্বর আহত অবস্থায় একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টায় ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর খেলার মাঠে অনুষ্ঠান শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। অনুষ্ঠানের আয়োজক কমিটির সঠিক তদারকির অভাবে এ সংঘর্ষ হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে। এসময় উভয় পক্ষের প্রায় ৫ থেকে ৬ জন আহত হয়, এদের মধ্যে  চর সুঙ্গর গ্রামের আবু বকরের ছেলে ঈমন হোসেন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। রোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজীমিদ্দন খাঁন। রোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজিমুদ্দিন বলেন, ইমন আমার ভাতিজা, চেয়ারম্যানের ডাকে অনুষ্ঠানে এসে অন্য এলাকার ছেলেরা মাইরা আহত করেছে। এ সময় চেয়ারম্যানের সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে চেয়ারম্যান নাজিমুদ্দিন বলেন, আমি বিষয়টি শুনেছি, অনুষ্ঠান শেষে বিষয়টি দেখব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত