ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আড়িয়াল বিলে অবৈধ ড্রেজারে মোবাইল কোর্টের জরিমানা

আড়িয়াল বিলে অবৈধ ড্রেজারে মোবাইল কোর্টের জরিমানা

দৈনিক আলোকিত বাংলাদেশে নিউজ প্রকাশের পর আড়িয়াল বিলের শ্রীনগর উপজেলার অংশে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট ও ৪টি মামলায় ৫ লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। গত মঙ্গল দুপুরে শ্রীনগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শ্রীনগর গোয়ালীমান্দ্রা খালের আড়িয়াল বিল, ষোলঘর, শ্রীনগর সদর অংশে অবৈধভাবে একাধিক ড্রেজার বসিয়ে কৃষি, খাস জমি ভরাট করাকালে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় চারটি অবৈধ ড্রেজারকে ৫ লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করেন ও এসময় ৭টি অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট করা হয় এবং সড়ক পরিবহন আইন ২০১৮-এর একটি মামলায় আর্থিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শ্রীনগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ বলেন, আড়িয়াল বিলসহ উপজেলার সর্বত্র আড়িয়াল বিল ও কৃষি জমি রক্ষায় মোবাইল কোর্টের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত