ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুরে ছানার পায়েসকে জিআই পণ্যের জন্য সুপারিশ সভা

শেরপুরে ছানার পায়েসকে জিআই পণ্যের জন্য সুপারিশ সভা

শেরপুরে প্রাচীণ মিষ্টান্ন ছানার পায়েসকে জিআই পণ্যে হিসেবে স্বীকৃতি পেতে সুপারিশের জন্য সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ব্র্যান্ডিং বাস্তবায়ন কমিটির আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ব্যান্ডিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল খায়রুম। সভায় শেরপুরের প্রাচীন মিষ্টি ছানার পায়েসকে জিআই পন্য হিসেবে নিবন্ধনের জন্য সুপারিশ করা হয়। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেবুন নাহার সাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক মোকতাদিরুল আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসী, পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদসহ ব্যান্ডিং বাস্তবায়ন কমিটির সদস্য এবং জেলার ছানার পায়েস প্রস্তুতকারী মিষ্টি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত