ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভূমি অফিসে জারিকারকের দুর্নীতি

ভূমি অফিসে জারিকারকের দুর্নীতি

কাউখালীর ভূমি অফিস জারিকারক আঃ জব্বারের সীমাহীন দুর্নীতির অভিযোগে রয়েছে। মাত্র কয়েক বছরের মধ্যে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন তিনি। কাউখালী একই অফিসে একটানা প্রায় ২০ বছর চাকরি করছেন তিনি। তার আয়ের উৎস ও খুঁটির জোর কোথায় জানতে চেয়ে জেলা প্রশাসকের নিকট এলাকাবাসী অভিযোগ করেছেন। তার দাপটে ভূমি অফিসে সাধারণ মানুষ অতিষ্ট রয়েছেন। চাকরির আগে তার পিতার মৃত্যুতে চার ভাই ও এক বোনের মাত্র ৩ কাঠা সম্পত্তির মালিক ছিলেন। চাকরির পরপরই তার বাড়িঘর ও আয়ের দৃশ্যপট পাল্টে যায়। ইতিমধ্যেই উপজেলার সুবিদপুর গ্রামে ২০২১ সালে ২৪৪ নং এবং ১৯/০৬/২০১৪ ইং তারিখে ৭৪০ নং কবলা দলিলসহ ২ বিঘা জমি ২৫ লাখ টাকায় ক্রয় করেন। এছাড়া উপজেলা শহরের প্রাণকেন্দ্রে একটি ভিটি তার ভাইয়ের নামে ২০২২ সালে ৭৯৬ নং দলিল মূলে ৪৫ লাখ টাকায় ক্রয় করেন। এছাড়া নামে-বেনামে অনেক জায়গা-জমি রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারী এত অল্প দিনে কোটি টাকার আয়ের উৎস কোথায় তা জানতে চেয়ে অভিযোগ করেন ভূমি কর্তৃপক্ষের কাছে। এছাড়া তিনি অভিযোগে করেন ভূমিহীনদের জমি বন্ধোবস্ত দেওয়ার নামে মোটা অঙ্কের মধ্যস্থতায় বিত্তবানদের কাছে ভূমি বন্ধোবস্ত করে দেয় জারিকারক। জারিকারক আঃ জব্বার জানান, দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। তবে আমার নামে নয় আমার ভাই ও মেয়ের নামে দুটি দলিল রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা জানান, সম্ভবত একটি অভিযোগ হয়েছিল অনেক দিন আগে বিষয়টি না দেখে কিছু বলা সম্ভব না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত