শ্রীমঙ্গলে এডুকো বাংলাদেশের ২৫ বছর পূর্তি উদযাপন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এডুকো বাংলাদেশ’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। গত বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ্রে হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার। এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, বাংলাদেশীয় চা সংসদের সিলেট বিভাগের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী। এ সময় বক্তব্য ও ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে এডুকোর ২৫ বছরের অর্জিত মাইলফলকগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা কিশোলয় চক্রবর্তী, শিশুবিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, শ্রমিক নেতা বিজয় হাজরা, এনজিও সংগঠন আইডিয়া’র নির্বাহী পরিচালক নজমুল হক, শিক্ষক রমা রাণী দেব, কিশোর-কিশোরীদের সংগঠন ইসিজি সদস্য মিছমা আক্তার, এডুকো প্রকল্প ব্যবস্থাপক শরিফুল আলম, প্রোগ্রাম ডিরেক্টর ফারজানা খান ও এমসিডার নির্বাহী পরিচালক তহিরুল হক মিলন প্রমুখ। উল্লেখ্য, এডুকো বাংলাদেশ সংস্থাটি চা বাগান ও হাওরে বেড়ে উঠা শিশুদের জীবন মানোন্নয়ন ও তাদেরকে শিক্ষার সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্য নিয়ে ২০১৯ সাল থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ৩০টি চা বাগান ও দুটি হাওর এলাকায় এনজিও সংগঠন ‘প্রচেষ্টা, এমসিডা, ব্রেকিং দ্য সাইলেন্স, আইডিয়া’ এই চারটি বেসরকারি উন্নয়ন সংস্থাকে সাথে নিয়ে ‘আলোয় আলোয় প্রকল্প’র মাধ্যমে শিশু অধিকার নিশ্চিত করতে সমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।