ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়ায় শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

উখিয়ায় শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

উখিয়ায় শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার। এনজিও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা শেড এর সার্বিক তত্ত্বাবধানে ‘শিশু সাংবাদিকতা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ইপসার ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনজিও শেড-এর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার সাইদুল হক। কর্মশালায় জেলার ২০ জন শিশু সাংবাদিক অংশগ্রহণ করে এবং তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। দিনবাপী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বেতার এর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ। রেশমা নামে এক প্রশিক্ষণার্থী জানান, উখিয়ায় এনজিও শেড-এর উদ্যোগে আমাদের (শিশু সাংবাদিকদের) সাংবাদিকতার প্রথম ধাপে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাতে আমরা উপকৃত হব। এছাড়াও প্রশিক্ষণের সময় কীভাবে সংবাদ সংগ্রহ করা হবে, সে বিষয়গুলো শিখানো হয়েছে বলে জানায় সে। হাসিনা নামে অপর আরেক প্রশিক্ষণার্থী জানান, সাংবাদিকতার শুরুতেই যে প্রশিক্ষণ গ্রহণ করেছি, তা ভবিষ্যতে আমাদের সাংবাদিকতার ক্ষেত্রে গুরুপ্তপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত