ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারীদের স্বাভাবিক প্রসবের আস্থা তেঁতুলিয়ার লিলি

৯ শতাধিক প্রসূতির নরমাল ডেলিভারি
নারীদের স্বাভাবিক প্রসবের আস্থা তেঁতুলিয়ার লিলি

বর্তমানে ক্লিনিক হাসপাতালগুলোতে প্রতিনিয়ত গর্ভবতী নারীদের স্বাভাবিক প্রসবের আস্থা। উত্তরের জেলা পঞ্চগড়ে প্রান্তিক প্রসূতি নারীদের কাছে গভীর আস্থা হয়ে উঠেছেন তেঁতুলিয়ার মেহেরুন নেহার লিলি। তার হাত ধরেই বেড়েছে স্বাভাবিক প্রসবে আস্থা। এ স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত নরমাল ডেলিভারি করেছেন ৯০০-এর উপরে। প্রতিদিনই বাড়ছে প্রসবের গাণিতিক সংখ্যা। মেহেরুন নেহার লিলি সীমান্ত গ্রাম বুড়াবুড়ি ইউনিয়নের কাজিপাড়া কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি পদে কর্মরত রয়েছেন। স্বাভাবিক সন্তানপ্রসবে আস্থা হয়ে উঠেছেন তিনি। সবার কাছে এখন তিনি লিলি আপা নামেই পরিচিত। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে নরমাল ডেলিভারি করতে তার কাছে ছুটে আসছেন দারিদ্র্য শ্রেণির গর্ভবতী নারীরা। নরমাল ডেলিভারিতে ক্লিনিকটি এলাকায় মডেল ক্লিনিক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। জানা যায়, ১৯৯৮ সালে বুড়াবুড়ি ইউনিয়নে কাজিপাড়া গ্রামে ক্লিনিকটি প্রতিষ্ঠিত হয়। এ ক্লিনিকটি থেকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব ২০ কিলোমিটার আর জেলা আধুনিক সদর হাসপাতাল ৩৫ কিলোমিটার। গর্ভবতী মায়েদের প্রসব ব্যথা উঠলেই ছুটে আসেন মেহেরুন নেহার লিলির কাছে। এতে হাতের নাগালে নরমাল ডেলিভারি করতে পেরে যেমন অর্থ বেঁচে যাচ্ছে, তেমনি দোরগোড়ায় চিকিৎসাসেবা পাওয়ায় শহরের হাসপাতালগুলোতে যেতে হচ্ছে না। গ্রামের নারীদের কাছে লিলি আপা হিসেবে পরিচিত এই স্বাস্থ্যকর্মী। প্রথম ডেলিভারি করেছিলাম খুব ভয়ে ভয়ে। মাত্র এক ঘণ্টার চেষ্টায় নরমাল ডেলিভারির মাধ্যমে সুন্দর ও সুষ্ঠুভাবে স্বাভাবিক বাচ্চাপ্রসবের পর থেকেই সাহস বেড়ে যায়। এখন পর্যন্ত ৯১৩ জনের গর্ভবতী নারীর নরমাল ডেলিভারি করে তাদের সুস্থ সুন্দর শিশু উপহার দিতে পেরেছি। আমার এ অসাধ্য কাজে যারা সার্বিক পরামর্শসহ সাহস জুগিয়েছিলেন তাদের মধ্যে তৎকালীন সিভিল সার্জন ডা. পীতাম্বর রায়, এইচআই শরীফ উদ্দিন, এএইচআই জমির উদ্দিন এবং এইচএ দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট অনেকেই। স্থানীয় বাসিন্দা আলহাজ শেখ কামাল ও ইউপি সদস্য ও ক্লিনিক গ্রুপের সভাপতি রাইতু মোহাম্মদ জানান, নরমাল ডেলিভারিতে অত্র উপজেলার একটি ভালো রেকর্ড অর্জন করেছে আমাদের কাজিপাড়া ক্লিনিকটি। এ ক্লিনিকটির স্বাস্থ্যকর্মী মেহেরুন নেহার লিলি নরমাল ডেলিভারি করিয়ে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। বেশ ভালো সুনাম অর্জন করেছেন। পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী বলেন, প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিকে ৯ শতাধিক নরমাল ডেলিভারি হওয়াটা অত্যন্ত গৌরবের বিষয়। উত্তরাঞ্চলে এ রকম রেকর্ড খুবই কম। বিশেষ করে নরমাল ডেলিভারিতে অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে স্বাভাবিক বাচ্চা প্রসবের পর মায়ের পেটে কোনো অপারেটিভ স্কার থাকবে না। টাকা-পয়সার বিষয়ে চিন্তা করতে হয় না, সেটিও কম। পরবর্তী সময়ে তার যেসব প্রসব হবে সেগুলো স্বাভাবিক হবে। হাসপাতালে থাকা কমে যাবে, সংক্রমণের আশঙ্কা কমে যাবে। এমনকি যেই শিশুটা হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে ও সুস্থ বেশি থাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত