নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত সাত

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নূরে-আলম রনি, নরসিংদী

ছুটির দিনকে সামনে রেখে আনন্দভ্রমণ করতে ঢাকা সাভার এলাকার এসবি নিটিং কোম্পানিতে কর্মরত ১১ কর্মকর্তা-কর্মচারী মিলে একটি মাইক্রোবাসে যাত্রা করেন সিলেটের উদ্দেশে। তবে তাদের আনন্দ পরিণত হয় বিষাদের। সড়ক দুর্ঘটনায় একে একে প্রাণ হারায় সাতজন। বাকি চারজন গুরুত্বর আহত হয়ে ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নরসিংদীতে। গত বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসে সঙ্গে মুখমোখি সংঘর্ষ হয়। এতে প্রাণ হারায় মাইক্রোবাসে থাকা সাত যাত্রী। নিহতরা হলেন, টাঙ্গাইলের দেলদোয়ার থানার মীর মোতাহার হোসেনের ছেলে সবুজ মিয়া (৩২), ঝালকাঠির রাজাপুর থানার আব্দুল গণি হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদার (৩৭), মির্জাপুরের জেলার মির্জাপুরের মৃত আইয়ুব খানের ছেলে আল আমিন (২৭), মাদারীপুরের কালকিনি উপজেলার তোফায়েল হাওলাদারের ছেলে আব্দুল আওয়াল (৪০), বরিশালের মুলাদী এলাকার মুজিবুর হাওলাদারের ছেলে আরিয়ান অরফে রায়হান (২৫), জামালপুরের সরিষাবাড়ির দুধু মিয়ার ছেলে রাজু মিয়া (৩৭) এবং গাড়ি চালক মো. নাসির। তারা সবাই ঢাকার সাভার এলাকায় অবস্থিত এসবি নিটিং মিলে কর্মকর্তা-কর্মচারী ছিলেন। আহত চারজনের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, সাভার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়।