আজ ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কামরুল হুদা হেলাল, দিনাজপুর

আজ ২৬ আগস্ট শনিবার দিনাজপুরের ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। ২০০৬ সালের আজকের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে খনি বাস্তবায়নের প্রতিবাদে হাজার হাজার মানুষের আন্দোলন গড়ে তুলে। সেই আন্দোলন তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ৩ যুবক প্রাণ হারায়। সে সময় আহত হয় বহু সাধারণ মানুষ। এরপর থেকে দিনটি ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করে আসছে ফুলবাড়ীবাস ও তেল-গ্যাস-খনিজ-সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। ১৭ বছর পেরিয়ে গেলেও ফুলবাড়ীবাসীর সঙ্গে সম্পাদিত ৬ দফা চুক্তি বাস্তবায়ন হয়নি। উল্টো দিকে বহুজাতি কোম্পানি এশিয়া এনার্জি উন্মুক্ত পদ্ধতিতে খনি বাস্তবায়নে নতুন করে ষড়যন্ত্র নতুন করে শুরু বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী। তাই এশিয়া এনার্জির ষড়যন্ত্র প্রতিহতের ডাক দিয়েছেন তারা। ২০০৬ সালের ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে খনি বাস্তবায়নের প্রস্তাবকারী এশিয়া এনার্জি নামক একটি বহুজাতিক কোম্পানির ফুলবাড়ীস্থ অফিস ঘেরাও কর্মসূচি পালন করতে যায় আন্দোলনকারী। সেই সময় আন্দোলনকারীদের মিছিলে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও গুলিবর্ষণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র তরিকুল ইসলাম, আমিন ও সালেকিন নামে তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। একই ঘটনায় আহত হয় বহু মিছিলকারী। এদের মধ্যে বাবলু রায় নামে একজন চিরতরে পঙ্গুত্ববরণ করেন। এখনও সেই গুলির ক্ষত বহন করছে অনেকে। এরপর ফুলবাড়ীবাসীর টানা ৪ দিনের গণআন্দোলনের মুখে ৩০ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে ৬ দফা শর্তে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। ৬ দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে কয়েক বছর ধরে ফুলবাড়ী স্থানীয়ভাবে গঠিত অরাজনৈতিক সম্মিলিত পেশাজীবী সংগঠন এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি নিয়মিত আন্দোলন করে আসলেও এখন শুধুমাত্র দিবস পালন ছাড়া সেই আন্দোলন করতে দেখা যায় না। ফলে দিবস পালনের মধ্যেই আব্ধ হয়ে পড়েছে ফুলবাড়ীর ৬ দফা চুক্তি বাস্তবায়নের আন্দোলন। তেল-গ্যাস-খনিজ-সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির ফুলবাড়ী শাখার সাবেক সদস্য সচিব নুরুজ্জামান বলেন, ‘২০০৬ সালে আমরা বুকের রক্ত দিয়ে এশিয়া এনার্জিকে বিড়ারিত করেছি।