গ্রন্থাগারে সর্বোচ্চ বই পেল নজরুল বিশ্ববিদ্যালয়

সংবাদ সম্মেলনে পৌর মেয়রের দাবি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয়

শিক্ষক-শিক্ষার্থীদের প্রদত্ত চাহিদা তালিকা অনুসারে কেন্দ্রীয় গ্রন্থাগারে এবারই সর্বোচ্চ সংখ্যক বই পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৭ লাখ ৭৪ হাজার ১৭৮ টাকা প্রাক্কলন ব্যয়ে ৬ অনুষদভুক্ত ২৪টি বিভাগের জন্য কেনা হয়েছে ২ হাজার ৮০৯টি একাডেমিক সম্পর্কিত বই। শিক্ষক সমিতি, নজরুল ইনস্টিটিউট, পরিবেশবাদী সংগঠন গ্রিন ক্যাম্পাস ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের চাহিদা অনুসারে ক্রয়কৃত এই বইগুলো এখন বুকসেল্ফে সংযোজনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। নিউজিল্যান্ডভিত্তিক কোহা সফটওয়্যারের মাধ্যমে চলছে বইগুলোর উপাত্ত লিপিবদ্ধকরণের কাজ। জানা গেছে ডেটাবেজে সংযোজন, সিল, নম্বরিং ও ক্যাটালগিং শেষে আগামী ২ মাসের মধ্যে গ্রন্থাগারের বুকসেল্ফে সংযোজন করা হবে বইগুলো। সব মিলিয়ে ৩৭ হাজার বইয়ের সমৃদ্ধ লাইব্রেরি পেল নজরুলিয়ানরা। কেন্দ্রীয় গ্রন্থাগারে এবারই সর্বোচ্চ সংখ্যক বই যুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (স্নাতকোত্তর) শিক্ষার্থী ফারুক মিয়া বলেন, গ্রন্থাগার একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ এবং জ্ঞানের বাহক। পাঠাগার যত উন্নত, দেশ তত উন্নত। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে একাডেমিক বইসহ যাবতীয় জ্ঞান যেমন ইতিহাস, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, কৃষ্টি, সংস্কৃতি ইত্যাদি নতুন-পুরোনো সব লোভনীয় বই স্তরে স্তরে সাজানো রয়েছে। এই লাইব্রেরিতে বইয়ের সংগ্রহ খুবই ভালো, যা শিক্ষার্থীদের মেধা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে। স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম বলেন, গ্রন্থাগারকে আরও সমৃদ্ধ করার জন্য উপাচার্য স্যারের উদ্যোগকে সাধুবাদ জানাই। মানুষ বুদ্ধিবৃত্তিক জীব। বুদ্ধি ও মননের অনুশীলনের প্রয়োজনে মানুষ জ্ঞান আহরণ করে। মনীষীদের মতে জ্ঞান আহরণের দুটি উপায়। একটি দেশভ্রমণ, অন্যটি গ্রন্থপাঠ। দেশভ্রমণ ব্যয় ও সময় সাপেক্ষ বিধায় সবার জন্য সম্ভব নয়। সে তুলনায় জ্ঞান আহরণের জন্য গ্রন্থপাঠ প্রকৃষ্টতম উপায়। কিন্তু জ্ঞানভাণ্ডারের বিচিত্র সমারোহ একজীবনে সংগ্রহ করা ও পাঠ করা সম্ভব হয় না। এই অসাধ্য সাধন কিছুটা হলেও সম্ভব হয় গ্রন্থাগারের মাধ্যমে। গ্রন্থাগারের বিশাল সংগ্রহশালায় নিজের রুচি ও মনের চাহিদা অনুযায়ী গ্রন্থ পাওয়া যায়।