নীলফামারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সভা

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা হলরুমে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী ১ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান এইচএম ফিরোজ সরকার। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার তার বক্তব্যে বলেন, সার্বজনীন পেনশন স্কীম সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ, ৬০ বছর বয়সে যখন আয় করার সুযোগ হারিয়ে ফেলে সে সময়ে পেনশনের স্কীম নেয়া থাকলে আর কারো মুখাপেক্ষী হতে হবে না। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ব্যবসায়ী, বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।