ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টাঙ্গাইলে আরো ৪৮ জনের ডেঙ্গু শনাক্ত

টাঙ্গাইলে আরো ৪৮ জনের ডেঙ্গু শনাক্ত

টাঙ্গাইলে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরো ৪৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫১৪ জনে। গতকাল রোববার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৬ জন, নাগরপুর উপজেলায় চারজন, মির্জাপুর উপজেলায় সাতজন, সখিপুর উপজেলায় দুজন, গোপালপুর উপজেলায় ১২ জন আর ধনবাড়ী উপজেলা রয়েছেন আটজন। তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১ হাজার ৫১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৩৯১ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১২৩ জন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত