ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

২০ বছর ছদ্মবেশে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২০ বছর ছদ্মবেশে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলায় দীর্ঘ ২০ বছর বিভিন্ন ছদ্মবেশে পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওমর (৬৬) আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার রাত ১টার দিকে ঢাকা জেলার সাভার থানার বলিয়ারপুর এলাকা তাকে গ্রেপ্তার করে সিপিসি-৩, র‌্যাব-৪। ওমর আলী মানিকগঞ্জের সিংগাইর থানার গাজিন্দা এলাকার মৃত সোলেমানের ছেলে। র‌্যাব জানায়, আসামি ওমর আলী ও রুবেল একই এলাকায় বসবাস করতেন। রুবেলের বাবা সামছুল হকের সাথে পূর্ব থেকেই জমিজমা নিয়ে ওমর আলীর বিরোধ চলছিল। গত ২৪ এপ্রিল ২০০১ সালে সকালে জমি চাষাবাদকে কেন্দ্র করে রুবেল ও তার বাবা সামছুল হকের সাথে ওমর আলীর কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। হাতাহাতিতে ওমর আলী সামান্য আঘাতপ্রাপ্ত হন। এ বিরোধের জের ধরে ২০০১ সালের ২৬ এপ্রিল রুবেলকে স্থানীয় রওশন আলীর মাঠে একা পেয়ে পূর্ব থেকে ওত পেতে থাকা ওমর আলী ও তার সহযোগী ইব্রাহিম, রাজ্জাক, হানিফসহ অজ্ঞাতনামা তিন-চারজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে রুবেলকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে জনৈক রওশন আলীর মাঠের দক্ষিণ পাশের নালায় বস্তা বেঁধে ফেলে দিয়ে হত্যাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা সামছুল হক মিয়া বাদী হয়ে সিংগাইর থানায় ওমর আলী ও তার সহযোগী ইব্রাহিম, রাজ্জাক, হানিফসহ অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন, মামলার পর আসামি ওমর আলী ও তার সহযোগী হত্যাকারী ইব্রাহিম, রাজ্জাক এবং হানিফ’কে সিংগাইর থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা ১৭ মাস কারাবাস শেষে জামিনে মুক্তি পায়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় ওমর আলী, ইব্রাহিম, রাজ্জাক এবং হানিফদেরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। আদালত মামলার বিচারকার্য পরিচালনা করে পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রুবেল হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে জেলা ও দায়রা জজ চার্জশিটে অভিযুক্ত আসামি ওমর আলীকে যাবজ্জীবন সাজা এবং অপর আসামি ইব্রাহিম, রাজ্জাক এবং হানিফকে মামলা থেকে খালাস দেন।

পলাতক আসামি ওমর আলী মামলা বিচারাধীন থাকা অবস্থায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে গত ২০ বছর ধরে পলাতক ছিলেন। এ বিষয়ে র‌্যাব-৪ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম আরিফ হোসেন বলেন, গ্রেপ্তার ওমর আলীকে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত