পাঁচবিবিতে ফেনসিডিলসহ আটক এক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে টহলরত বিজিবি সদস্যের অভিযান চালিয়ে ১৬৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল ও ১ হাজার ৯৬০ পিচ অ্যাম্পলসহ বজলুর রশিদ ওরফে বল্টু মিয়া ২৮ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার সকালে আটক আসামিকে মাদক মামলায় পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে। এর আগে গত শনিবার রাত সাড়ে ৮টায় পূর্ব উচনা সীমান্তের ২৮১/২৩ এস এলাকা হইতে মাদক ব্যবসায়ীকে আটক ও মাদক উদ্ধার করে।

আটক মাদক ব্যবসায়ী উপজেলার পশ্চিম উচনা গ্রামের কাশেম মিয়ার পুত্র। ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের হাটখোলা ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক জানান, উপজেলার হাটখোলা সীমান্তের ২৮১/২৩এস পিলারের পার্শ্ব দিয়ে একদল চোরাকারবারী মাদকদ্রব্য নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবি সদস্য তাদের ধরতে ওৎপেতে থাকে।

বিজিবি সদস্যের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী বজলুর রশিদ ওরফে বল্টু মিয়াকে আটক করেন এবং ১৬৮ বোতল ফেন্সিডিল ও ১৯৬০ পিচ অ্যাম্পল উদ্ধার করে।