ধামরাইয়ে মুক্তিযোদ্ধাদের শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শওকত হোসেন সৈকত, ধামরাই

ঢাকার ধামরাইয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান ধামরাই মুক্তিযোদ্ধা সংসদ ও ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় ধামরাই পৌর শহরের ধামরাই সিটি সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকা ২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌরসভার বারবার নির্বাচিত সফল মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথিতির বক্তব্যে বেনজির আহমদ বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে, তাদের বিচার এ দেশের মাটিতেই হবে। সরকারের যে উন্নয়ন হচ্ছে তাতে আগামী ১৮ বছরের মধ্যে বাংলাদেশ ইউরোপে রূপান্তরিত হবে। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে এ দেশ ১০০ বছর পিছিয়ে যাবে। তাই এ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। আবার নৌকায় ভোট দিতে হবে। সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে তিনি বলেন এ সরকার মুক্তিযুদ্ধাদের যা দিচ্ছে, তা অন্যকোন সরকার দেবে না, আজ আমরা মর্মাহত, ব্যথিত, এইদিনে সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন শাহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাইশাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মিজানুর রহমান মিজান। ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ। ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আয়ুব। বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান, ধামরাই উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আহাম্মদ আলী, সহ ধামরাই উপজেলার সকল মুক্তিযুদ্ধারা উপস্থিত ছিলেন।