ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাগেরহাটে দেয়াল কেটে ৯০ ভরি স্বর্ণ চুরি

বাগেরহাটে দেয়াল কেটে ৯০ ভরি স্বর্ণ চুরি

বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র রেল রোডে প্রণব জুয়েলার্সের দেয়াল কেটে ৯০ ভরি স্বর্ণ চুরি হওয়ার দাবি করেছে দোকান মালিক প্রবির কুমার সরকার। দুর্র্ধষ এই চুরি সংগঠিত হয়েছে গত শুক্রবার দিবাগত গভীর রাতে। দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে রাত ১২টা ৩৭ মিনিটে দুজন চোর দোকানের পেছন থেকে ডুকে সিসি ক্যামেরার ক্যাবলটি কেটে দিচ্ছে। তার পরে দোকানের লকার তছনছ করে লুটে নিয়েছে ৯০ ভরি স্বর্ণালংকার। গত শনিবার ভোরে বাড়ির মালিক মাসুদ উদ্দিন ফজরের নামাজ পড়তে মসজিদে যেতে বের হতে গেটের কাছে আসেন। এই সময় তিনি স্বর্ণের দোকানের পেছনের প্রিন্টিং প্রেসের দরজার তালা ভেঙে ভেতরে ডুকে ১০ ইঞ্চি দেওয়াল কেটে জুয়েলার্সে প্রবেশ করেছে চোর চক্রটি। এ সময় তিনি চিৎকার শুরু করলে মার্কেটের পাহারাদার এগিয়ে আসণে চোর চক্রটি পাহারাদারকে বলে- পেছনের গলিতে চোর পড়েছে। তাৎক্ষণিক পাহারাদার পেছনের গলির দিকে গেলে চোররা পালিয়ে যায়। ততক্ষণে পুলিশ এসে পিছু ধাওয়া করেও তাদের নাগাল পায়নি। পরে দোকানের মালিক ও পুলিশ কর্মকর্তারা দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানান, রাত ১২টা ৩৭ মিনিটে দোকানে ডুকেই প্রথমে দোকানে থাকা সিসি ক্যামেরা বিছিন্ন করে দোকানের লকার ভেঙে তছনছ করে সেখানে থাকা স্বর্ণালংকার লুটে নিয়ে ভোররাতে পালিয়ে যায়। জুয়েলার্সের মালিক প্রবির কুমার সরকার জানান, গত বৃহস্পতিবার আনুমানিক রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দোকান বন্ধ করে বাড়িতে যান। দোকানে কোনো কর্মচারী নেই। তিনি নিজেই দেখভাল করতেন। দোকানে সিসি ক্যামেরা ছিল।

গত শনিবার ভোর ৫টায় মার্কেটের বাড়ির মালিক ফজরের নামাজ পড়তে বের হলে দোকানের পেছনে কাটা দেখে পাশের দোকানদারদের জানান। তাদের মাধ্যমে খবর পেয়ে জুয়েলার্সের মালিক ঘটনাস্থলে আসেন। বাগেরহাট জেলা গোয়েন্দা কর্মকর্তা সৈয়দ বাবুল আক্তার জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের একাধিক গোয়েন্দা টিম মাঠে কাজ করছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার আশাবাদ তাদের। এর আগে ২০২১ সালের দুই ফেব্রুয়ারি একই এলাকার গ্রীন সুপার মার্কেটের রুপালি জুয়েলার্সের ১০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত