ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাতক্ষীরা রেঞ্জে ৪০ কেজি হরিণের মাংস জব্দ

সাতক্ষীরা রেঞ্জে ৪০ কেজি হরিণের মাংস জব্দ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছেন বনবিভাগের সদস্যরা। সুন্দরবনের কাঠেশ্বর টহল ফাঁড়ির আওতাধীন হাজির ভারানি নামক স্থান থেকে ওই হরিণের মাংস জব্দ করা হয়। তবে, এ সময় কোনো চোরা শিকারিকে আটক করা যায়নি। গতকাল রোববার বিকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কেএম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন বুড়িগোয়ালিনী সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সুন্দরবনের কাঠেশ্বর টহল ফাঁড়ির আওতাধীন হাজির ভারানি নামক স্থানে গতকাল ভোর রাতে অভিযান চালায়। এ সময় অভিযানের খবর টের পেয়ে সংঘবদ্ধ চোরা শিকারির দল গহীন সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়।

তবে, বনবিভাগের সদস্যরা চোরাশিকারীদের ব্যবহৃত নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ কেজি হরিণের মাংস, মাথা, চামড়া ও হরিণের পাসহ বিভিন্ন মালামাল জব্দ করেন। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কেএম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত চোরা শিকারিদের চিহ্নিত করে তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, জব্দকৃত হরিণের মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত