দিনাজপুরে তিন মাদককারবারি গ্রেপ্তার

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম। এ সময় ডিবির ওসি এএফএম মনিরুজ্জামান মন্ডল উপস্থিত ছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর শহরের বড়বন্দর ফকিরপাড়ার মোহাম্মদ বাবুর দুই ছেলে নুর ইসলাম বাপ্পী (৩৮) ও শাহিনুর ইসলাম হ্যাপি (৩৩), একই এলাকার মৃত রফিকুল্লাহ’র ছেলে মোহাম্মদ সুমন (৩৫)। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম জানান, গত রোববার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি টিম শহরের শাখারীপট্টি শিল্পকলা একাডেমির সামনের সড়কে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছে বাজারের ব্যাগে রাখা ৩ হাজার ১০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল। গতকাল সোমবার দিনাজপুর কোতয়ালী থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।