ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অসহায় রোগীদের সহায় নকলার তরুণ চিকিৎসক শুভ্র

অসহায় রোগীদের সহায় নকলার তরুণ চিকিৎসক শুভ্র

শেরপুরের নকলা উপজেলার তরুণ চিকিৎসক ডা. কাওসার আজাদ শুভ্র দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবাদানের মাধ্যমে অসহায় রোগীদের সহায়ক হিসেবে সুনাম অর্জন করেছেন। মানবতার সেবক ডা. কাওসার আজাদ শুভ্র মেডিসিন, ডায়াবেটিস, বাতব্যথা, নাক, কান, গলা ও হাড়জোড়া রোগে অভিজ্ঞ একজন চিকিৎসক। তিনি বিভিন্ন জাতীয় দিবসগুলো এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদদের জন্মদিন ও শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও দরিদ্র-অসহায় রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করে সর্বমহলে প্রতিনিয়ত প্রশংসা কুড়িয়ে যাচ্ছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পরে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে উন্নত প্রশিক্ষণ গ্রহণ শেষে নিজের এলাকায় ফিরে আসেন। শুরু করেন দরিদ্রদের নিয়ে সেবামূলক কাজ। দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবাদানের মাধ্যমে অসহায় রোগীদের সহায়ক হিসেবে দ্রুত সুনাম অর্জন করেন। দরিদ্র মানুষের মঙ্গল কামনায় মগ্ন থেকে নিজের ভবিষ্যৎ গড়ার দিকে সময় দিতে যেন ভুলে যান তিনি। ডা. কাওসার আজাদ শুভ্র-এর সেবামূলক কাজে সন্তুষ্ট হয়ে নালিতাবাড়ীর কৃতি সন্তান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা’র প্রতিষ্ঠিত নালিতাবাড়ী ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এরপরে ডা. কাওসার আজাদ শুভ্র ২৬ আগস্ট শনিবার শেরপুর ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কাজে যোগদান করেন। ডা. কাওসার আজাদ শুভ্র শেরপুর ডায়াবেটিস হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তার চিকিৎসা জগতে শিক্ষাগত যোগ্যতা- এমবিবিএস সিসিডি পিজিটি সিএইউ এছাড়া তিনি মেডিসিন, ডায়াবেটিস, বাতব্যথা, নাক, কান, গলা ও হাড়জোড়া রোগে অভিজ্ঞ চিকিৎসক হিসেবে সবার কাছে অতি পরিচিত। ডা. কাওসার আজাদ শুভ্র জানান, জাতীয় দিবসগুলো এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদদের জন্মদিন ও শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও দরিদ্র-অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদানের পাশাপাশি যেকোনো উপলক্ষ্যে জেলার কোনো ব্যক্তি বা সংগঠন অথবা কোনো সংস্থা বা প্রতিষ্ঠান ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করলে তিনি সেখানে স্বেচ্ছাসেবা দিতে সদা প্রস্তুত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত