ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জহির হত্যা মামলা

ইউপি চেয়ারম্যানসহ ১৭ আসামির সম্পৃক্ততা পায়নি পুলিশ

ইউপি চেয়ারম্যানসহ ১৭ আসামির সম্পৃক্ততা পায়নি পুলিশ

কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার এজাহারনামীয় ১৭ আসামির সম্পৃক্ততা পায়নি পুলিশ। তবে ২৮ জনকে অভিযুক্ত করে মামলার চার্জশিট আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস গত শনিবার দুপুরে ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’কে বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারনামীয় ২১ জন আসামি চার্জশিট থেকে বাদ দেয়া হতে পারে বলে আশংকা প্রকাশ করে গত শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার মানিককান্দিস্থ নিহতের বাসভবনে সংবাদ সম্মেলন করেন বাদী এসহাক মোল্লা ওরফে জুয়েল। মামলার এজাহার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও মানিককান্দি গ্রামের আবুল হোসেন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের সাবেক ইউপি মেম্বার সাইফুল আলমের বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত