ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দামুড়হুদার সাহসী নারী রিনির কৃষিতে বিরল দৃষ্টান্ত

দামুড়হুদার সাহসী নারী রিনির কৃষিতে বিরল দৃষ্টান্ত

নিভৃত পল্লির এক সাহসী নারী রিনি আপা। বয়স তার প্রায় ৪০-এর কোঠায়। মাধ্যমিককে উত্তীর্ণ হতে না পেরে জেদের কারণে চাষাবাদসহ এলাকায় মালটা বাগান করে কৃষিকাজে উদ্যোক্তার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। রিনি বলেন, উপজেলার ইব্রাহিমপুর গ্রামের প্রাইমারি স্কুলের পিচ ঢালা পথ ধরে সামনে এগিয়ে গেলে রাস্তার পাশে পশ্চিমপাড়ার মসজিদের পেছনে মোর বাড়ি। এ বাড়িতে বসবাস করি মায়ের সঙ্গে। মাধ্যমিককে উত্তীর্ণ হতে না পেরে জেদের কারণে চাষাবাদ ও এলাকায় মালটা বাগান করে স্বাবলম্বী হওয়ার জন্য মরিয়া হয়ে উঠি। বিষ্টুপুর গ্রামের কুড়ির চারা নামক মাঠে সাড়ে ৯ বিঘা জমিতে মালটা বাগানের কাজ শুরু করি। এই বাগানের চারিদিক রয়েছে ড্রাগন। বাগানের নিরাপত্তার জন্য ঘেরা রয়েছে চারিদিক। প্রায় কুড়ি লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে এই বাগানে। ৪ বছরের বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম আর গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় বাগানটি ফলন শুরু হয়েছে। সারা বাগানজুড়ে রয়েছে বারি, ভিয়েতনাম, দাজিলিং ও চায়না জাতের মালটা। তার এ বাগান করতে নানা প্রতিকুলতার ফাঁদে পড়ে হাবডুবু খেতে হচ্ছে আজও। এ বাগানটিতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হলে পাল্টে যাবে জীবনযাত্রা। রিনির মা আনেছা পারভিন বলেন, আমার ছোট মেয়ের নাম সাদিয়া আফরিন রিনি। আমার কোনো পুত্র সন্তান নেই। আট মেয়ের মধ্যে রিনি সবার ছোট। তার একটি কিডনি নেই। দেহে বাসা বেঁধেছে নানা জটিলতা। তার অসুস্থা সবাইকে প্রায় ভাবিয়ে তোলো। মাঠে ঘাটে জনমুজুরি দিয়ে কাজ করে। তার পথ চলতে অসুবিধা হয়। অসুস্থার কারণে স্কুটিতে চড়ে মাঠেঘাটে চলাচল করে। মালটা বাগান ছাড়াও রয়েছে ধান ও সবজি ক্ষেত। চাষাবাদ ও বাগান নিয়ে পাড়া প্রতিবেশীসহ পরিবারের সবাই তাকে সাহায্য সহযোগিতা করে। পশ্চিমপাড়ার মসজিদের পেশ ইমাম মো. হাবিবুল্লাহ বলেন, আমার জানা মতে রিনি নামের মেয়েটি কঠোর পরিশ্রমী ও পর্দ্দা নসিব। পাড়ার সবাই তাকে আন্তরিকভাবে ভালোবাসে। দিনমজুরের সঙ্গে থেকে চাষাবাদসহ ও মাল্টা বাগানে পরিচর্চা কমতি নেই। তার উদ্যোগকে গ্রামের লোকজন আন্তরিকভাবে দেখে থাকে। উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, রিনির জন্য কৃষি বিভাগের দরজা খোলা রয়েছে। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃষিবিষয়ক যাবতীয় পরামর্শসহ সব ধরনের সহযোগিতা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত