ধামরাইয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বেগম

উকিলননেছা স্মৃতি পাঠাগার উদ্বোধন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শওকত হোসেন সৈকত, ধামরাই

গত শনিবার ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামে, গুণিজন ফাউন্ডেশনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মজীবন নিয়ে আলোচনা, দোয়া মাহফিল, তবারক বিতরণ, বঙ্গবন্ধু কর্নার, গুণিজন ফাউন্ডেশনের কার্যালয় এবং বেগম উকিলননেছা স্মৃতি পাঠাগাগের শুভ উদ্বোধন ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গুণিজন ফাউন্ডেশনের বোর্ড মেম্বার, এসডিআই এর (সিইও) শামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ এমপি। প্রধান অতিথি প্রথমে উদ্বোধন, পাঠাগার পরিদর্শন, স্বাস্থ্যসেবা কেন্দ্রে ব্লাড সুগার মাপা পরে আলোচনা সভায় উপস্থিত হন। এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, গুণিজন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফারজানা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সূতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম নপু, ধামরাই প্রেসক্লাবের সম্মানিত সভাপতি আব্দুর রশিদ তুষার, অনুষ্ঠান সঞ্চালনা করেন গুণিজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ইত্তেফাক পত্রিকার ধামরাই প্রতিনিধি মিজানুর রহমান মিজান, পরে সব শহীদের আত্মার মাগফিরাত কামনা ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।