মেধাবী শিক্ষার্থীর পাশে নীলফামারী পুলিশ সুপার

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

‘বর্তমান সময়ে অর্থাভাবে কেউ কলেজে ভর্তি হতে পারবে না এটা হতেই পারেনা’ কথাগুলো বলেছেন নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর। গত সোমবার বিকালে নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থী রাফসান আহমেদকে নটর ডেম কলেজে ভর্তির অর্থ প্রদানকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি যখন জেনেছি একটি মেধাবী শিক্ষার্থী তার পারিবারিক দরিদ্রতার কারণে একটি বিখ্যাত কলেজে সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছে না, সেটা জানার পরেই তাকে ডেকে নিয়ে আসি কার্যালয়ে। তার ভবিষ্যতে লেখাপড়া চালানোর সহযোগিতার আশ্বাস দেন পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম। এ সময় জেলা পুলিশের বিশেষ শাখার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, সাংবাদিক নিখিল রায় ভুবন এবং রাফসানের পিতা মো. মমিনুর ইসলাম উপস্থিত ছিলেন। নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা রাফসানের ভর্তিতে অর্থদানে সহযোগিতা করেছেন। বিদ্যালয়ের শিক্ষক ইমরান আলী আলোকিত বাংলাদেশকে বলেন, শুধু আমার বিদ্যালয় নয়, রাফসান আমার পাড়ার ছেলে। তার ভর্তির জন্য বিদ্যালয়ের সব শিক্ষক আর্থিক সহযোগিতা করেছেন। তাকে এইচএসসি পর্যন্ত সহযোগিতা করব আমরা শিক্ষকরা।