ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অভয়নগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অভয়নগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় দ্বিতীয় দিনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নওয়াপাড়া পৌর প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলমান উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান। এ সময় নূরবাগ থেকে হাসপাতাল পর্যন্ত এবং মডেল স্কুলের সামনে সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্থায়ী ও অস্থায়ীভাবে গড়ে ওঠা দোকানপাট ভেঙে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। জানা যায়, সপ্তাহব্যাপী উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে নওয়াপাড়া নূরবাগ থেকে শুরু করে সরকারি হাসপাতাল পর্যন্ত রাস্তার দুই পাশে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা ফুটপাত দখল করে তারা ব্যবসা করে আসছিল। এতে করে সাধারণ জনগণের চলাচলে একদিকে যেমন ভোগান্তি হতো অন্যদিকে এই ব্যস্ততম রাস্তায় সব সময় যানজট লেগেই থাকত। এই অবৈধ স্থাপনা ভেঙে দেয়ার পরে জনমনে স্বস্তি ফিরেছে। তবে সাধারণ জনগণের দাবি, অবৈধ স্থাপনা উচ্ছেদের পরে আর যেন কোনোভাবে ফুটপাত দখল করতে না পারে সেদিকে প্রশাসনের নজর দিতে হবে। অন্যদিকে সৌন্দর্য বাড়ানোসহ জনগণ যাতে ফুটপাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এজন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয় নওয়াপাড়া পৌর প্রশাসনের পক্ষ থেকে। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী (বিঃ) কাজী আজাদ হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিক, সার্ভেয়ার আলী আকরাম হাওলাদারসহ অভয়নগর থানা পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী ও শ্রমিকরা। এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, ‘জরিমানা ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে অসংখ্য অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। প্রয়োজনে অবৈধ স্থাপনাকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের পাশাপাশি জেল-জরিমানা করা হবে। পৌরসভার পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত