নওগাঁয় তিন ডাব ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় শহরের বিভিন্ন বাজারের ডাবের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী পরিচালক রুবেল আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে ডাবের মূল্য তালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করায় তিন ডাব ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিআরটিসি বাস কাউন্টারে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় তাদের ২ হাজার টাকা জরিমানা করা হয়। নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, দুপুরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা, সোনার পট্টি, মুক্তির মোড় ও বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ক্রয়-বিক্রয়ের তালিকা প্রদর্শন করতে না পাড়ায় ইসলাম ডাব আড়ত ও ইমাম ডাব আড়তে ৫০০ টাকা করে জরিমানা এবং সাজু ডাব আড়তকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, একই সঙ্গে অন্যান্য ডাব ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।