যুবদের দক্ষতা বৃদ্ধিতে ইনোভেশন ল্যাব

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

যুবদের দক্ষতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হলো তিন দিনের ইনোভেশন ল্যাব। নরওয়ের টেলিকমিউনিকেশন সংস্থা নরওয়েজিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের আর্থিক এবং আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সহযোগী সংস্থা আরডিআরএস বাংলাদেশ এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) বাস্তবায়িত ‘চাইল্ড, নট ব্রাইড’ (সিএনবি) প্রজেক্ট কুড়িগ্রামে ২৭-২৯ আগস্ট ২০২৩ তারিখে ইনোভেশন ল্যাব কর্মশালার আয়োজন করে। প্রকল্প প্রস্তাবনা তৈরি বিষয়ে যুবদের দক্ষতা বৃদ্ধিতে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ইনোভেশন ল্যাব কর্মশালা। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রকল্প প্রস্তাবনা তৈরির বিভিন্ন ধাপ বা প্রক্রিয়া নিয়ে আলোচনা করা যাতে করে যুবরা বিশেষ করে যুব নারীরা তাদের এলাকার বিরাজমান সমস্যা সমাধানের জন্য প্রকল্প প্রস্তাবনা তৈরি করবে এবং অর্থ সংগ্রহের জন্য স্থানীয় সরকার বা সরকারি বিভিন্ন বিভাগের সঙ্গে যোগাযোগ করে অর্থ সংগ্রহের মাধ্যমে যুবদের জন্য আয় বৃদ্ধিমূলক কাজের সুযোগ সৃষ্টি করবে। সর্বোপরি যুবদের দক্ষতাবৃদ্ধি পাবে; তারা তাদের সংগঠনের নেতৃত্ব আরো জোরালোভাবে দিতে পারবে এবং বাল্যবিয়ে বন্ধে অবদান রাখতে সক্ষম হবে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আলী আর রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মেথিল্ডা মেন্ডিস, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির (এমজেএসকেএস) পরিচালক শ্যামল চন্দ্র সরকার এবং আরডিআরএস বাংলাদেশের প্রজেক্ট কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন। কুড়িগ্রাম জেলার সব উপজেলার প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে চর অঞ্চলের ১৮টি যুব সংগঠন থেকে ৩৬ জন যুব নারী ও পুরুষ যারা বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত তারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।