কৃতীদের সংবর্ধনা দিল গোবিন্দগঞ্জ পৌরসভা

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নুর আলম আকন্দ, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষা, ক্রীড়া ও কর্মজীবনে মেধাবী ও কৃতীদের সংবর্ধনা দিয়েছে গোবিন্দগঞ্জ পৌরসভা। গোবিন্দগঞ্জ পৌরসভার পক্ষ থেকে তাদের প্রত্যেককে ফুলের তোড়া ও একটি করে ক্রেস্ট প্রদান করা হয়। গত সোমবার সন্ধ্যায় পৌর চত্বরে ’তারার আলোয় আলোকিত আমরা; আজকের এই সন্ধ্যা তোমাদের জন্য’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর মেয়র মুকিতুর রহমান রাফি ও সব কাউন্সিলরদের আন্তরিকতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে প্রথম এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় দিনাজপুর ও রাজশাহী শিক্ষাবোর্ডে প্রথম হওয়া শিক্ষার্থী; আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রাখা এবং ৪১তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কৃর্তীরা। গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফির সভাপতিত্বে ও কাউন্সিলর শাহীন আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চলতি বছর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে নিজ ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে যোগদান করা জান্নাতুন হুসনা তুয়ার মা লায়লা হোসনে আরা বানু লিতু। উপস্থিত থেকে ক্রেস্ট গ্রহণ ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডের নাজিম উদ্দিনের ছেলে নাহিদ হাসান (বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি), পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোকছেদ আলীর ছেলে মেহেদি হাসান জনি (বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি), পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পান্থাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে এসএম রোকন-উদ-দৌলা (বাংলাদেশ সিভিল সার্ভিস শিক্ষা; উদ্ভিদ বিদ্যা), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মধ্যপাড়ার স্বর্গীয় প্রদীপ কুমারের ছেলে প্রশান্ত কুমার (বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন) ও উপজেলার শাখাহার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জিরাই গ্রামের কাজল বাবুর ছেলে সোহাগ বাবু (বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন), জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে স্বর্ণজয়ী তাসলিমা সুলতানা, স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস ২০২৩ এ হ্যান্ডবলে স্বর্ণজয়ী আশামনি পুতুল, রাজশাহী বোর্ড সেরা-২০২৩ জারিন তাসনিম তুবা। সংবর্ধিত অন্যরা হলেন- গোবিন্দগঞ্জ সরকারি মডেল এবং বিএম বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রমানুসারে সপ্তম শ্রেণির মায়িশা মনি, রেদওয়ান সাদিক, নৌশিন তাছরিন রূপান্তর; অষ্টম শ্রেণির নওরিম আক্তার তিশমা, মো. আতিফ ইকবাল স্বচ্ছ, রিফাহ তাসফিয়া রাইসা; নবম শ্রেণির কানিজ ফাতেমা তামিম, নিলয় কুমার মোহন্ত, কানিজ সুবর্ণা তিসা; দশম শ্রেণির সুরাইয়া আক্তার, এসএম মোসাদ্দিকুল, সোহাদা কবির সেরপা। অনুষ্ঠানে কুঠিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, গোবিন্দগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী রানু, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবিরসহ মেধাবী ও কৃতীরা তাদের জীবনের বিভিন্ন স্তরে পালনীয় ও অর্জনীয় নানা অভিজ্ঞতা, কঠোর অধ্যবসায়, নিয়মানুবর্তিতার সুফল তুলে ধরে বক্তব্য রাখেন।