নবাবগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নদীর নাব্যতা হারিয়ে এ অঞ্চলে বিলুপ্তির পথে গ্রাম-বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ। আবহমান গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে হয়ে গেল নবাবগঞ্জে ইছামতি নদীর দিঘীরপাড় পয়েন্টে বাইচ। গত মঙ্গলবার বিকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরো এলাকাজুড়ে নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে ‘হেইওরে, হেইওরে ’ ডাকে মুখরিত ছিল। শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে হাজার হাজার মানুষ এ বাইচ উপভোগ করতে উপস্থিত হয়ে মেতে ওঠে আনন্দ-উল্লাসে। বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি, নবাবগঞ্জ উপজেলা প্রশাসন, নবাবগঞ্জ থানা পুলিশ ও দিঘীরপাড় নওমোজাহিদ ক্লাবের সহযোগিতায় এই বাইচ অনুষ্ঠিত হয়।