বাইক স্টান্ডে মুগ্ধ করেন ইমন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

হলিউড কিংবা বলিউড সিনেমার অ্যাকশনের দৃশ্য নয়, বাস্তবে ভোলার সড়কে বাইক স্টান্ট করে তাক লাগিয়ে দিয়েছেন মো. ইমন জমাদ্দার (২৫) নামে এক যুবক। কোনো প্রকার সেফটি ছাড়াই তিনি বাইক স্টান্ট করে যাচ্ছেন। বেশিরভাগ সময় ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর রুটের হাইওয়ে সড়কে বাইক স্টান্ট করতে দেখা যায় ইমন জমাদ্দারকে। ইমন যখন বাইক স্টান্ট করেন, তখন তা দেখতে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকেন স্থানীয়রা। ইমন জমাদ্দার ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর ইলিশা গ্রামের জমাদ্দার বাড়ির মো. অলি জমাদ্দারের ছেলে। তিনি ভোলার ইলিশা লঞ্চঘাটে মজুচৌধুরী হাট টু চট্টগ্রাম রুটের যাত্রীবাহী বাসের টিকিট বিক্রি করেন। বাইকার মো. ইমন জমাদ্দার জানান, আগে তিনি ইউটিউবে বিদেশি বাইক স্টান্টের ভিডিও দেখতেন। ওই ভিডিও দেখে বাইক স্টান্ট করার ইচ্ছা জাগে তার। পরে ভিডিওতে বাইক স্টান্টের বিভিন্ন কৌশল তার ভালো লাগতে থাকে। প্রায় এক বছর আগে তিনি তার অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল দিয়ে বাইক স্টান্ট করতে শুরু করেন। এরপর তিনি আস্তে আস্তে বেশ কয়েকটি বাইক স্টান্ট করার কৌশল শিখে ফেলেন। মোটরসাইকেলের ওপর দাঁড়িয়ে দুই হাত ছেড়ে চালানো, দুই হাত ছেড়ে মাথা নিচু করে শুয়ে চালানো, দুই হাত ছেড়ে শুয়ে চালানো, মোনাজাত ধরাসহ ছয় থেকে সাতটি কৌশলে বাইক স্টান্ট করতে পারেন তিনি। তবে শুরু থেকে এখন পর্যন্ত কোনো প্রকার সেফটি ছাড়াই বাইক স্টান্ট করে যাচ্ছেন তিনি। যদি চাকরি করতে না হতো তাহলে তিনি প্রতিদিন বাইক স্টান্ট করতেন। আর এতে অনেক কৌশল শিখে ফেলতে পারতেন। তখন তিনি বাংলাদেশের একজন অন্যতম সেরা বাইক স্টান্টকারী হয়ে উঠতে পারতেন বলে দাবি করেন এই যুবক।