সার্বজনীন পেনশনবিষয়ক অবহিতকরণ সভা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পঞ্চগড় প্রতিনিধি

সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোয় অন্তর্ভুক্তির লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিমের কার্যকর বাস্তবায়নের লক্ষে তেঁতুলিয়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ হাসান, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন সচিব, ডিজিটাল উদ্যোক্তা, গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। সর্বজনীন পেনশন স্কিম কর্মসূচির ওপর প্রেজেন্টেশন উপস্থাপন নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা। তিনি প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস স্কিমসহ এ কর্মসূচির বিস্তারিত ধরেন ও সর্বজনীন পেনশন স্কিমের ৪টি পেনশন স্কিমে সর্বোচ্চ ও সর্বনিম্ন মাসিক পেনশন চিত্র তুলে ধরেন। সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশনের ধাপসমূহের স্ক্যাচ উত্থাপন করেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবপেইজ প্রদর্শিত করে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি চাকরিজীবী ব্যতীত ১৮ থেকে ৫০ বছরের ও ক্ষেত্রবিশেষে তারও উর্ধ্ববয়সি বাংলাদেশি নাগরিকদের জন্য এ স্কিমগুলো প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে জাতীয় বাজেটের বরাদ্দ প্রায় ১ লাখ ২৬ হাজার কোটি টাকা। এদিকে একই সঙ্গে তেঁতুলিয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়নবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সভায় পেনশনবিষয়ক অবহিতকরণ সভায় অতিথিরা উপস্থিত ছিলেন।