সাদুল্লাপুরে পাটবীজ উৎপাদনে প্রশিক্ষণ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাটবীজ উৎপাদনকারী চাষিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণটির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাদুল্লাপুর উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান আলী, মনিটরিং কর্মকর্তা ওসমান আলী শেখ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা কৃষিবিদ মাহবুব আলম বসুনিয়া প্রমুখ।