জামালপুরে যমুনার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জামালপুর প্রতিনিধি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়েছে যমুনা নদীর পানি। তবে জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে এ পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি ২৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে, জেলা পানি উন্নয়ন বোর্ড। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে এ তথ্য। জামালপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘সর্বশেষ ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে এখনো বিপৎসীমার ৫১ সেন্টিমিটার নিচে রয়েছে যমুনার পানি। এছাড়া পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ২৯৬ সেন্টিমিটার নিচে রয়েছে।’ অপরদিকে, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন।