ফ্যাক্ট চেকিংবিষয়ক কর্মশালা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  এসকে দোয়েল, পঞ্চগড়

পঞ্চগড়ে দিনব্যাপী ফ্যাক্ট চেকিংবিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় চেম্বার ভবনে অ্যাডভান্সিং লোকাল ইলেক্টোরাল রিপোর্টিং (অ্যালার্ট) ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ইন্টারনিউজের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডি বাংলাদেশ ফ্যাক্ট চেকিংবিষয়ক এ অভিজ্ঞতা বিনিময় কর্মশালাটি আয়োজন করে। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও চেম্বার সভাপতি মো. আব্দুল হান্নান শেখ। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কারণে সংবাদের গ্রহণযোগ্যতা হ্রাস পেয়েছে। সংবাদ পরিবেশনের আগে অবশ্যই চেক, ক্রস চেক করতে হবে।

আশা করছি, এই কর্মশালা গণমাধ্যমকর্মীদের সংবাদ পরিবেশনে আরো সতর্ক হবেন। সাংবাদিকরা যাতে কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, সেজন্য এসব প্রশিক্ষণের বিকল্প নেই বলে জানান তারা। কর্মশালায় ফ্যাক্ট চেকিং কি, ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন, কীভাবে ফ্যাক্ট চেকিং করতে হয়, ছবি, ভিডিও, তথ্য যাচাই প্রক্রিয়া, ভুল তথ্য, মিথ্যা তথ্য, গুজব, কোনো সংবাদের ক্ষেত্রে ফ্যাক্ট চেক করতে হবে এবং যাচাই করার রিপোর্ট কীভাবে উপস্থাপন করতে হবে, এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরে আলোচনা করেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার সাজ্জাদুর রহমান সাজ্জাদ। এছাড়া ভুয়া তথ্য, ভিডিও যাচাই-বাছাই, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সঠিকতা যাচাইয়ের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে ধারণা দেয়া হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে গঠন করা হয় ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক। দিনব্যাপী কর্মশালায় অংশ নেন বাংলাদেশ বেতার ও দেশ রুপান্তরের শহীদুল ইসলাম শহীদ, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও সমকালের সফিকুল আলম, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দার, দৈনিক করতোয়া ও আজকালের খবরের সামসউদ্দিন চৌধুরী কালাম, প্রথম আলোর রাজিউর রহমান রাজু, কালেরকণ্ঠ ও এখন টিভি’র মো. লুৎফর রহমান, সময় টিভি’র সোহাগ হায়দার, আরটিভি ও বণিকবার্তার হারুন অর রশিদ, দীপ্ত টিভি ও ভোরের দর্পণের গোফরান বিপ্লব, ডিবিসি ও প্রতিনিদিনের বাংলাদেশের আবু সালেহ মো. রায়হান, ভোরের কাগজের এ রায়হান চৌধুরী রকি, রাইজিং বিডির আবু নাঈম ও দৈনিক ভোরের আকাশের নুর হাসান।