বেখৈরহাটী বাজারে সড়কের বেহালদশা

যে সুবিধা থাকছে

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর বাজার টু ময়মনসিংহ সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কে কেন্দুয়া, মদন, গৌরীপুর উপজেলা ও আটপাড়া উপজেলার কিছু অংশের মানুষ বিভাগীয় শহর ময়মনসিংহ ও ঢাকায় যাতায়াত করে। গুরুত্বপূর্ণ এই সড়কের বেখৈরহাটী বাজারের পশ্চিম অংশ থেকে শাহগঞ্জ পর্যন্ত খানা-খন্দকে ভরা এবং বৃষ্টি হলে, রাতের বেলায় ঝুঁকি নিয়ে এই রুটে যানবাহন চলাচল করে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এমনকি ১৫ মিনিটের রাস্তা অনেক সময় ১ ঘণ্টায় যাওয়া যায় না। বেখৈরহাটি বাজারটি কেন্দুয়া উপজেলার অন্যতম বড় ও প্রাচীন বাজার। অঞ্চলটি কৃষি প্রধান ও ব্যবসায়িক অঞ্চল হওয়ায় পণ্যসামগ্রী বাজারে পরিবহনে বিপাকে পড়ছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। অসুস্থ রোগীকে এই রাস্তা দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যেতেও ভোগান্তির স্বীকার হতে হয়। অন্তর মিয়া নামে এক সিএনজি চালক বলেন, রাস্তাটি যেখানে সেখানে ভেঙে যাওয়ার ফলে গাড়ি নিয়ে চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে ও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এবং যানবাহন ও জানমাল উভয়ের ক্ষতি হচ্ছে। বেখৈরহাটী এনকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উজ্জল মিয়া জানান, রাস্তাটি সরু ও যেখানে সেখানে ভাঙা ও খানাখন্দে ভরা। যার ফলে নির্দিষ্ট সময়ে আসা-যাওয়া করা যাচ্ছে না, রাতের বেলায় যানবাহন খুব একটা পাওয়া যায় না, যদিও দু’একটা অটোরিকশা মিলে ভাড়া বেশি দিতে হয়। একজন পিকআপ চালকের সঙ্গে কথা বলে জানা যায়, গাড়ির ক্ষতি হয় বিধায় এই রুটে চলাচলে অনাগ্রহী এবং ভাড়াও একটু বেশি। খুব দ্রুত এই রাস্তাটি প্রশস্ত ও মেরামত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী। ৩নং দলপা ইউপির চেয়ারম্যান জনাব শাহিন মিয়া বলেন, কেন্দুয়া উপজেলা প্রকৌশলী সাহেবকে রাস্তার বিষয়ে অবগত করা হয়েছে, এখনো রাস্তাটি সংস্কার করা হয়নি। রাস্তাটি সংস্কার করা খুবই জরুরি। তবে কেন্দুয়া উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন জানান, ওই রাস্তায় জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে সেটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হলে দ্রুত রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।