তিতাসে ২ বছরে সাড়ে ২৪ হাজার ভোটার বেড়েছে

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে গত ২ বছরে ভোটার বেড়েছে প্রায় সাড়ে ২৪ হাজার। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আপত্তি জমার শেষ দিন ৩১ আগস্ট পর্যন্ত আবেদন পড়েছে ২টি। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৩৭ হাজার ১১২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ছিল ৬৮ হাজার ৭৭৪ জন এবং মহিলা ভোটার ছিল ৬৮ হাজার ৩৩৮ জন।

বর্তমানে খসড়া ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৪০৯ জন এবং মহিলা ভোটার ৭৮ হাজার ১৯৬ জন। ২০২১ সালে উপজেলা পর্যায়ে মহিলা থেকে পুরুষ ভোটার বেশি ছিল মাত্র ৬৩৬ জন, তবে এবার মহিলা থেকে পুরুষ ভোটারের ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৩ জন। উপজেলা নির্বাচন অফিসার মোছা. মোমিনুর জাহান জানান, আমরা ১৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছি। ৩১ আগস্ট পর্যন্ত আপত্তির দিনধার্য্য ছিল। উপজেলার কড়িকান্দি ও নারান্দিয়া ইউনিয়ন থেকে ২টি আবেদন পেয়েছি। আগামী ১১ সেপ্টেম্বর আপত্তি নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা আছে। তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করব আগামী ১৭ সেপ্টেম্বর।

সেইদিন আগামী জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকাও প্রকাশ করা হবে।