কয়রায় ১০ দিনব্যপী বৃক্ষমেলা শুরু

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

উপজেলার উত্তর বেদকাশির স্মৃতি বিজড়িত কাছারিবাড়ির ১০ দিনব্যপী বৃক্ষমেলা শুরু হয়েছে। গত শুক্রবার বিকালে বৃক্ষমেলা মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ আলহাজ আক্তারুজ্জামান বাবু। মেলা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বৃক্ষমেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি। প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ আক্তারুজ্জামান বাবু বলেন, বৃক্ষ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি। পৃথিবীতে মানুষের বসবাসের জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। গাছ ছাড়া প্রাণীকূলের বেঁচে থাকা কঠিন ব্যপার। প্রতিটি মানুষের বসতবাড়ির আঙিনা ও জমিতে ফলদ, বনজ, ঔষধি গাছ লাগানের আহ্বান জানান তিনি। বৃক্ষের স্টলগুলোয় দৃষ্টিনন্দন বিভিন্ন প্রজাতির গাছের চারা শোভা পাচ্ছে।