ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেন্দুয়ায় ধান ভাঙাতে গিয়ে গৃহবধূর মৃত্যু

কেন্দুয়ায় ধান ভাঙাতে গিয়ে গৃহবধূর মৃত্যু

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় ধান ভাঙানোর মেশিনের ফিতায় চুল আটকে খোদেজা আক্তার (৪৮) নামে এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে ৯নং নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামে।

নিহত খোদেজা আক্তার মাইজকান্দি গ্রামের লাল মিয়ার স্ত্রী।

স্বামী লাল মিয়া জানান, গতকাল শনিবার সকালে ধান ভাঙানোর জন্য গ্রামের বকুল মেম্বারের ধান ভাঙানোর মেশিনে নিয়ে যাই, সহযোগিতার জন্য স্ত্রী খোদেজাও আমার সঙ্গে আসে।

ধান ভাঙানোর শেষ পর্যায়ে মেশিনের নিচ থেকে কুড়া সরাতে গিয়ে আমার স্ত্রীর অসতর্কতায় মেশিনের ফিতায় মাথার চুল আটকে খুলির উপরের অংশ আলাদা হয়ে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী লাল মিয়া বলেন কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই, এটি একটি দুর্ঘটনা মাত্র।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত