কয়রায় কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শুরু

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকার ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে ২ মাস মেয়াদি কম্পিউটার বেসিক ও নেটওয়াকিংবিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত রোববার সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম। উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. রেজাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অ্যাড. কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, যুব উন্নয়ন অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক এমএম বদিউজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মো. হযরত আলী, মহিলাবিষয়ক অফিসার মো. মনিরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে কম্পিউটার বেসিক ও নেটওয়াকিং প্রশিক্ষণ কোর্স অংশগ্রহণকারী ৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।