ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভৈরবে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পাটবোঝাই ট্রাক

ভৈরবে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পাটবোঝাই ট্রাক

কিশোরগঞ্জের ভৈরবে ময়মনসিংহগামী নাসিরাবাদ ট্রেনের ধাক্কায় একটি পাট বোঝাই ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। গতকাল রোববার রাত ১টা ১৫ মিনিটে উপজেলার শম্ভপুর রেলক্রসিং লাইনে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি প্রায় সাড়ে চার ঘণ্টা পর ময়মনসিংহের উদ্দেশ্যে ঘটনাস্থল থেকে ছেড়ে যায়। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সোয়া ১টার দিকে কটিয়াদি থেকে আসা ভৈরব অভিমুখী ঢাকা মেট্রো-ট-১১-৫৫৮৯ নম্বরের একটি পাটবোঝাই ট্রাক শম্ভপুর লেভেল ক্রসিং পার হওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে রেললাইনে আটকে যায়। হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও ট্রাকটি লাইন থেকে সরাতে পারেনি তখন। কিছুক্ষণ পর ভৈরব থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস লোকাল ট্রেনটি বিকল হওয়া ট্রাকটিকে ধাক্কা দিলে তা লাইন থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শম্ভুপুর লেভেল ক্রসিং গেটের দায়িত্বে থাকা গেটম্যান সুরঞ্জিত জানান, রাত সোয়া ১টার দিকে যখন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাসিরাবাদ ট্রেনটি ভৈরব স্টেশন থেকে ছেড়ে আসার খবর পাই। তখনই আমি ক্রসিং গেট বন্ধ করার জন্য ছুটে যাই। তখন ভৈরবমুখী পণ্যবাহী ট্রাকটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে যায়। পরে আমরা আটকে যাওয়া ট্রাকটি লাইন থেকে সরাতে চেষ্টা করি; কিন্তু মালবোঝাই হওয়ায় তা সরানো সম্ভব হয়নি। এর কিছুক্ষণ পরই ট্রেন চলে আসে। তারপর আমি ট্রাকে থাকা চালক ও হেলপারকে সরিয়ে যেতে বলি। সেই সময়ে লাল পতাকা লালবাতি নিয়ে ট্রেনটি থামানোর চেষ্টা করি। তখন ট্রেনটির গতি কমিয়ে আসার পরও রেললাইনে ওপর বিকল হয়ে পড়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ভোরে রেলওয়ে পুলিশের মাধ্যমে রেকার এনে ট্রাকটি সরানোর পর ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন শিকদার (পিপিএম) জানান, গতকাল রাত সোয়া ১টার দিকে শুম্ভুপুর লেভেল ক্রসিংয়ে একটি পাটবোঝাই ট্রাক সিগন্যালের আগে রেললাইনের ওপর স্টার্ট বন্ধ হয়ে বিকল হয়ে পড়ে। তখন স্থানীয় লোকজনের মাধ্যমে ট্রাকটি সরানোর চেষ্টা করেন। এর পরই নাসিরাবাদ ট্রেনটি ময়মনসিংহ যাওয়ার পথে ট্রেনটিকে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লেবারের মাধ্যমে পাটগুলো সরাই। পরে রেকারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ট্রাকটিকে নিরাপদ দূরত্বে নিয়ে রাখা হয়। এঘটনায় প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর নাছিরাবাদ ট্রেনটি ছেড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত