গফরগাঁওয়ে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে ফাতেমা উরফে পান্না (৩১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে জরুরি বিভাগের নিয়ে আসলে সাপে কাটার প্রতিষেদক ভ্যাকসিন ‘অ্যান্টিভেনম’ না থাকায় এবং রোগীর অবস্থা আশঙ্কায়জনক হওয়াই কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করে। সে উপজেলার গফরগাঁও ইউনিয়নের বনগ্রাম গ্রামের মৃত জিল্লুর রহমান মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, ফাতেমা উরফে পান্না মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী। গত শনিবার বিকালে বাড়ির পাশে রান্না ঘরে কাজ করার সময় বিষাক্ত সাপে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাতেই মারা যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম খোকন বলেন, বেদনাদায়ক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।