ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মান্দায় বেকারিতে আগুন

১০ লক্ষাধিক টাকার ক্ষতি
মান্দায় বেকারিতে আগুন

নওগাঁর মান্দায় একটি বেকারি দোকানে আগুন লেগে দোকানসহ মালামাল ভস্মীভূত হয়েছে। এতে দোকান মালিক আবু জার গিফারী প্রান্তর পথে বসার উপক্রম হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সতিহাটে প্রান্ত বেকারি হাউজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মালামাল ও নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিক। স্থানী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই দোকানের ভেতর থেকে ধোঁয়া ওঠা শুরু হয়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক আবু জার গিফারী প্রান্ত বলেন- প্রতিদিন প্রায় রাত ১১টার কিছু পর দোকান বন্ধ করা হয়। গতকালও একই সময়ে দোকান বন্ধ করে বাড়ি যাই। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরই খবর আসে দোকানে আগুন লেগেছে। তড়িঘড়ি করে মালামাল বের করতে গিয়ে পায়ে আঘাত লেগে আহত হই। তিনি বলেন- দোকানে প্রায় ৬ লাখ টাকার মালামাল ছিল। এছাড়া নগদ আরো ৪ লাখ টাকা ক্যাশ বাক্সে রাখা ছিল। সবকিছুই আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এখন পথে বসা ছাড়া উপায় নেই। মান্দা ফায়ার সার্ভিস স্টেশন লিডার সফিউর রহমান বলেন, রাত ১১টা ২৮ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পেয়ে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। দোকানের মধ্যে যা ছিল সবগুলো আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দোকান মালিকের দাবি তার ক্ষতির পরিমাণ আরো বেশি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী দোকানগুলোতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেগুলোর মালামালা সরানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত