ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত
চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ

কুমিল্লার তিতাসে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করেছে তদন্ত কমিটি। গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটানা উপজেলা শিক্ষা অফিসে এ তদন্ত কার্যক্রম চলে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেনের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি দেওয়ার জন্য অর্থ আত্মসাতের অভিযোগ করেন পার্শ্ববর্তী দাউদকান্দি মিনারদিয়া গ্রামের আক্তার হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার। তিনি বাংলাদেশ সচিবালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম লাকসাম উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন- চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার (চ: দা:) মো. মনিরুজ্জামান ও আদর্শ সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন চৌধুরী। বাদী, বিবাদী ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রায় আড়াই ঘণ্টা শুনানি কাজ চলে। আবেদনকারী মাহমুদা আক্তার জানান, আমাকে গত নিয়োগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে কামাল স্যার ১০ লাখ টাকা নিয়েছিল। উক্ত তদন্তের সময় আরেক ভোক্তভোগী উপজেলার নাগেরচর গ্রামের হালিমা আক্তার জানান, কামাল স্যার আমাকে চাকরি দিবে বলে আমার কাছ থেকেও ১০ লাখ টাকা নিয়েছে। আমি এখন তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ দাখিল করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত