চকরিয়ায় বাসের ধাক্কায় টমটমের যাত্রী নিহত

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. মোশাররফ হোসেন (৪৫) নামে এক ইজিবাইকের (টমটম) যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের আরো ছয়জন যাত্রী। তারা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন। গত রোববার দিবাগত রাত ৯টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের নলবিলা ডলমপীর মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইক যাত্রী মো. মোশাররফ হোসেন পার্বত্য লামা উপজেলার ফাইতং ইউনিয়নের নয়াপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত একজন বিজিবি সদস্য ছিলেন। এছাড়া আহতরা হলেন, মোহাম্মদ আক্কাস, তাসফিয়া বেগম, রহিমা বেগম, নাহিদা আক্তার, রুহুল আমিন ও শোকতারা বেগম। তারা সবাই লক্ষ্যারচর, ইসলাম নগর ও বানিয়ারছড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত কয়েকজন ইজিবাইক (টমটম) যাত্রী বলেন, গত রোববার রাতে তারা বানিয়ারছড়া স্টেশন থেকে পৃথক দুইটি টমটম নিয়ে ছিকলঘাট ও চকরিয়া পৌর সদরের চিরিংগায় আসছিলেন। তাদের বহনকারী একটি টমটম গাড়ি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লক্ষ্যারচর নলবিলা ডলমপীর মাজার গেট এলাকায় পৌঁছে সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখি ঈগল পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের টমটম গাড়িসহ অপর আরেকটি টমটম গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় গাড়ি দুইটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে গিয়ে দুই গাড়িতে থাকা সাতজন যাত্রী আহত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।