ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বগুড়ায় জৈব সারে সবজি চাষে ঝুঁকছেন চাষিরা

বগুড়ায় জৈব সারে সবজি চাষে ঝুঁকছেন চাষিরা

বগুড়ায় চাষিরা জৈব সারের ব্যবহার বৃদ্ধি করে বিষমুক্ত সবজি চাষে ঝুঁকে পড়েছে। জেলার বিভিন্ন উপজেলায় চাষিরা জৈব সার জমিতে স্তূপ করে ব্যবহার করছে। খরচ কম, উৎপাদন বেশি, ক্ষতিকর পোকার আক্রমণ কম এবং জমির সঙ্গে দ্রুত মিশে উর্বরা শক্তি বৃদ্ধি করে বলে চাষিরা জৈব সারে ঝুঁকে পড়েছে। এক সমীক্ষায় জানা গেছে, বাংলাদেশের ৯০ লাখ হেক্টর কৃষিজমির শতকরা ৭৫ ভাগ তার উর্বরতা হারিয়েছে। অধিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহারই এর প্রধান কারণ বলে ওই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। জৈব সার দ্রুত ফসলের প্রয়োজনীয় পুষ্টি জোগায়। মাটির রাসায়নিক ও ভৌত বৈশিষ্ট্যগুলোর উন্নতিও ঘটায়। এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈব প্রয়োগে কৃষকদের উৎসাহিত করছে। আরো জানা যায়, বগুড়ায় শীত (রবি) ও গ্রীষ্মকালীন সবজি চাষাবাদ করা হয়। গ্রীষ্মকালীন সবজি উত্তোলন এখনো চলছে। মাঠে মাঠে এখন শীতকালীন সবজি চাষের প্রস্তুতি চলছে। এজন্য চাষিরা জমি তৈরি করে নিতে জৈব সার স্তূপ করে নিয়েছেন। কৃষি অফিসের পরামর্শে এই জৈব সার ব্যবহার করছে। সবজি এলাকা হিসেবে খ্যাত বগুড়ায় গ্রীষ্মকালীন মৌসুমে বগুড়ায় মোট সবজি উৎপাদিত হয় প্রায় লক্ষাধিক মেট্রিক টন আর রবি মৌসুমে জেলায় আড়াই লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হয়ে থাকে। বগুড়ার সবজি চাষিরা বলছেন, শীতকালীন আগাম জাতের সবজি চাষে যেমন লাভ রয়েছে তেমনি ঝুঁকিও আছে। বীজতলার ক্ষেত্রে ঝুঁকিটা আরো বেশি। কমবেশি বৃষ্টি লেগেই আছে। পাশাপাশি রোদের সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম। এতে বীজতলা নষ্ট হওয়ার ঝুঁকিটা অনেক বেশি। সবজি চাষি হজরত আলী বলেন, সবজির চাষাবাদে জৈব সার ব্যবহার করে উপকার বেশি হয়। আর কীটনাশক ব্যবহার কমে যায়। উৎপাদিত সবজিও ভালো মানের হয়ে থাকে। জৈব সার ব্যবহার করায় আমাদের খরচ অনেকটাই কমে যায়। লাভ অনেক বেশি হয়। তাছাড়া ক্রেতাদের মাঝে বিষমুক্ত সবজির চাহিদা খুব বেশি। আর আমরা বিষমুক্ত সবজি চাষ করলে লাভ হয় বেশি। বগুড়ার কৃষি কর্মকর্তারা বলছেন, মাটি একটি অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।

এটি পৃথিবীর অধিকাংশ জীবের খাদ্য উৎপাদন এবং বসবাসের মাধ্যম। ফসল উৎপাদনে মাটির উপযুক্ত বিকল্প নেই। ফলে এ দেশের অধিকাংশ মানুষের জীবিকা কৃষি। কিন্তু অধিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহারের কারণে জমি উর্বরতা হারাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত