ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মধুখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে

মধুখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে

ফরিদপুরের মধুখালীতে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মধুখালীতে ৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা চিকিৎসারত অবস্থায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৩১ শয্য হাসপাতালে মোট রোগীর সংখ্য প্রতিদিন ৮০ থেকে ১০৪ পর্যন্ত রোগী ভর্তি হচ্ছে।

গতকাল সোমবার পর্যন্ত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বমোট ৬১৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯ জন। ফরিদপুরে রেফার্ড করা হয়েছে ৩৪ জনকে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মধুখালী আক্রান্ত রেফার্ড করা রোগীর মধ্যে ঢাকায় এ পর্যন্ত ৫ জন মারা গেছে। গতকাল সোমবার দুপুরে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে, ডেঙ্গু চিকিৎসার জন্য হাসপাতালটির ৩য় ও ৪র্থ তলায় নির্ধারিত ইউনিট রাখা হয়েছে। সেখানে মশারি টানিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কবির সরদার জানান, আমাদের এ হাসপাতালে ডেঙ্গু রোগীদের আলাদা চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল পর্যন্ত হাসপাতালে ৬১৫ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। আমরা রোগীদের তরল খাবারের পাশাপাশি স্যালাইনের পানি, ডাবের পানি খাওয়ার পরামর্শ দিচ্ছি। এছাড়া রোগীদের চিকিৎসার সঙ্গে নিয়মিত কাউন্সিলিংও করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের বেশির ভাগ এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। যাদের বেশি সমস্যা তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হচ্ছে। রোগীর চাপ থাকায় আমরা হাসপাতালে জায়গা দিতে পারছি না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত