ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় তিনজনের কারাদণ্ড

কুষ্টিয়ায় তিনজনের কারাদণ্ড

কুষ্টিয়ার মিরপুর থানায় দায়ের করা ডাকাতি মামলায় তিনজনের ৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার মিরপুর গ্রামের জিয়ারত আলীর ছেলে ইমারত আলী, বাসের আলীর ছেলে শাহ জামাল এবং হারুন মল্লিকের ছেলে সিরাজ মল্লিক। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৩ এপ্রিল রাতে মারফত আফ্রিদীসহ দু’জন মোটরসাইকেল যোগে মিরপুর থেকে দৌলতপুর যাওয়ার পথে চিথলিয়া এলাকায় অজ্ঞাত ৩-৪ জন ডাকাত রাস্তার মাঝখানে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে এবং তাদের মারপিট করে চোখ, মুখ ও হাত বেঁধে মোটরসাইকেল ডাকাতি করে পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত